অদ্বৈতের চৈতন্যানুগত্যে বৈষ্ণবসমাজই প্রমাণ—
চৈতন্যচরণসেবা অদ্বৈতের কাজ।
ইহাতে প্রমাণ সব বৈষ্ণবসমাজ ॥
শুদ্ধ বৈষ্ণবগণ কখনই শ্রীঅদ্বৈত প্রভুর 'অমর্যাদা করেন না। তাহারা শ্রীঅদ্বৈতকে শ্রীচৈতন্যশিক্ষায় দীক্ষিত জানিয়া শ্ৰীঅদ্বৈতে বিষ্ণুবুদ্ধি করিয়া থাকেন। “এক মহাপ্রভু আর প্রভু দুই জন। দুইপ্রভু সেবে মহাপ্রভুর চরণ॥'—এই বিচার যাহাদের প্রবল, তাঁহারা শ্রীঅদ্বৈতাচার্য-প্রভুকে মন্দভাগ্য, অনভিজ্ঞ অদ্বৈতানুগগণের সহিত সমপর্যায়ে গণিত করেন না।