যত রাত্রি স্বপ্ন হয়, যে দিনে, যেক্ষণে। যত শ্লোক,—সব প্রভু কহিলা আপনে ॥
যে যে শ্লোকে অদ্বৈত-প্রভুর সংশয় উপস্থিত হইয়া ছিল, সেই সকল শ্লোকের কথা মহাপ্রভু স্বতঃপ্রবৃত্ত হইয়া তাঁহাকে স্মরণ করাইয়া দিলেন।