এই মত যেই যেই পাঠে দ্বিধা হয়। স্বপনের কথা প্রভু প্রত্যক্ষ কহয় ॥
গীতার যে যে শ্লোকে সাধারণ লোকের মনে সন্দেহ হইয়া ভক্তিযোগের অনুকূল অর্থগ্রহণে বাধা হয়, নিদ্রাকালে অদ্বৈত-প্রভু মহাপ্রভুর নিকট হইতে তাহার বিচার শুনিতে পান।