তোমারি উপাসে মুঞি মানো উপবাস। তুমি মোরে যেই দেহ', সেই মোর গ্রাস ॥
ভগবদ্ভক্ত উপবাস করিলে ভগবানের ভোজন হয় না। অভক্তের নিকট হইতে ভগবান্ কোনদিন কোন সেবালাভ করেন না। ভক্তের দ্রব্যই ভগবান্ গ্রহণ করিয়া থাকেন।