যে শ্লোকের অর্থে নাহি পাও ভক্তিযোগ। শ্লোকের না দেহ দোষ, ছাড় সর্বভোগ ॥
গীতা-পাঠকালে যে শ্লোকের অর্থে ভক্তিযোগের সন্ধান না থাকে, সেই শ্লোকের দোষ না দিয়া নিজ আধ্যক্ষিজ্ঞান-জন্য সকল ভোগ পরিত্যাগ করিয়া থাক।