হরিদাসম্পৰ্শ বাঞ্ছা করে দেবগণ।
গঙ্গাও বাঞ্ছেন হরিদাসের মজ্জন ॥
পতিতপাবনী গঙ্গা হরিদাসের অবগাহন আশা করেন। সাধনের বল বর্ণনে ভক্তপদরজঃ ও ভক্ত-পদজলের শ্রেষ্ঠতা কথিত হয়।“ভক্তপদধূলি আর ভক্তপদ-জল। ভক্ত-ভুক্ত-শেষ,—তিন সাধনের বল॥’’ (—চৈঃ চঃ অ ১৬/৬০) “সাধবো ন্যাসিনঃ শান্তা ব্রহ্মিাষ্ঠা লোকপাবনাঃ। হরন্ত্যঘং তেঽঙ্গসঙ্গাৎ তেষ্বাস্তে হ্যঘভিদ্ধরিঃ॥’’(ভাঃ ৯/৯/৬)।