অজ-ভবেরও হরিদাস-সঙ্গ বাঞ্ছনীয়—
ব্রহ্মা, শিব, হরিদাস হেন ভক্তসঙ্গ। নিরবধি করিতে চিত্তের বড় রঙ্গ ॥১
সর্বলোক-পিতামহ ব্রহ্মা এবং সর্বসংহারক শিব হরিদাসের সঙ্গলাভ করিতে সর্বদাই কৌতুহল প্রকাশ করেন।