Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 102

Language: বাংলা
Language: English Translation
  • বৈষ্ণবে জাতিবুদ্ধিতে অধোগতি-লাভ—

    যে পাপিষ্ঠ বৈষ্ণবের জাতিবুদ্ধি করে।
    জন্ম জন্ম অধম যোনিতে ডুবি
    মরে

    আপাত-দর্শনে বৈষ্ণবকে জাতি কুল-মর্যাদা রহিত, নির্ধন প্রভৃতি বলিয়া অগ্রাহ্য করিলে অতিশয় পাপাসক্তি বৃদ্ধি হয়। তাহার ফলে আত্মা কলুষিত হইয়া নীচ যোনিতে জন্মলাভ করে। “শূদ্রং বা ভগবদ্ভক্তং নিষাদং শ্বপচং তথা বীক্ষ্যতে জাতিসামান্যাৎ স যাতি নরকং ধ্রুবম্ ॥’’ “শ্বপাকমিব নেক্ষেত লোকে বিপ্ৰমবৈষ্ণবম্‌। বৈষ্ণবোবণর্বাহ্যোঽপি পুনাতি ভুবনত্রয়ম্ ॥’’ “অর্চ্যে বিষ্ণৌ শিলাধীর্গুরুষু নরমতির্বেষ্ণবে জাতিবুদ্ধির্বিষ্ণোর্বা বৈষ্ণবানাং কলিমলমথনে পাদতীর্থেঽম্ববুদ্ধিঃ। শ্রীবিষ্ণোর্নাম্মি মন্ত্রে সকলকলুষহে শব্দসামান্যবুদ্ধির্বিষ্ণৌ সর্বেশ্বরেশে তদিতরসমধীর্যস্য বা নারকী সঃ॥’’ (—পদ্মপুরাণ)।

Page execution time: 0.0586450099945 sec