আমার সে হেন জন্ম গেল বৃথা-রসে।
পাইলু অমূল্য নিধি, গেল দৈব-দোষে॥”
প্রভু শ্রীগদাধরকে বলিলেন,-হে গদাধর, বাল্যাবধি কৃষ্ণসেবায় উন্মুখ বলিয়া তুমিই মহা-সৌভাগ্যবা; তোমার ন্যায় দৃঢ়া কৃষ্ণসেবা-বুদ্ধি আমার ছিল না। আমি তর্কশাস্ত্রঅধ্যয়নে এতদিন বৃথাই কাটাইয়াছি! আমার ভাগ্য-দোষে অতিদুর্লভ হারাধন কৃষ্ণকে পাইয়াও তাহাতে আমি বঞ্চিত হইলাম!।”