কৃষ্ণবিরহে প্রভুর তদন্বেষণ, মূছা ও অশ্রুপাত এবং
প্রেমাঞপ্লুত ভক্তগণকে কৃষ্ণসন্ধান-জিজ্ঞাসা
“পাইলু, ঈশ্বর মোর কোন দিকে গেলা?”
এত বলি’ স্তম্ভ কোলে করিয়া পড়িলা॥
“হায়, আমি কৃষ্ণকে পাইয়াছিলাম, কিন্তু এখন তিনি আমাকে ফেলিয়া কোথায় পলাইয়া গেলেন ?”----এরূপ বলিতে বলিতে প্রভু কৃষ্ণপ্রেমাবেশে বলপূর্বক গৃহস্তম্ভকে দৃঢ় আলিঙ্গন করিলেন।