দেখিলেন মাত্র প্রভু ভাগবতগণ।
পড়িতে লাগিলা শ্লোক—ভক্তির লক্ষণ॥
কৃষ্ণপ্রেমবিহুল প্রভু শুক্লাম্বর-গৃহে বৈষ্ণবগণকে উন্মনাভাবে দেখিতে পাইয়াও “সর্বোপাধিবিনিমুক্তং তৎপরত্বেন নির্মল। হৃষীকেণ হৃষীকেশ-সেবনং ভক্তিরুচ্যতে॥” এবং “অন্যাভিলাষিতা-শূন্যং জ্ঞানকর্মাদ্যনাবৃত। আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তিরুত্তমা॥” প্রভৃতি শুদ্ধভক্তির লক্ষণ-সূচক শ্লোক অথবা পরবর্তী ৮৬ সংখ্যার “পাইনু, ঈশ্বর মোর কোন্ দিকে গেলা?” এই বাক্যোদ্দিষ্ট শ্রীমাধবেন্দ্রপুরীপাদোচ্চারিত “অয়ি দীনদয়ার্দ্রনাথ, হে মথুরানাথ, কদবলোক্যসে। হৃদয়ং তদলোককাতরং দয়িত ভ্রাম্যতি কিং করোম্যহম্॥” ইত্যাদি বিপ্রলম্ভপ্রেমসূচক শ্লোকসমূহ পাঠ করিতে লাগিলেন।