‘তথাস্তু” “তথাস্তু’ বলে ভাগবতগণ।
‘সবেই ভজুক কৃষ্ণচন্দ্রের চরণ॥”
অনুবাদ। আমাদের বংশ গোষ্ঠী বৃদ্ধি লাভ করুক॥। তথ্য। স্মার্ত-শ্রাদ্ধে পিণ্ডদান-কালে আশীর্বাদ॥ ‘আ-ব্রহ্মস্তম্ব সকলেই কৃষ্ণপাদপদ্ম সেবা করিয়া আমাদের গোত্র বৃদ্ধি করুক’--শ্রীবাসের মুখে এই কথা শুনিবামাত্র সমবেত ভাগবতগণ সকলেই তাহাই হউক, তাহাই হউক’ বলিয়া তাহা অনুমোদন করিলেন।