প্রভুর প্রেমবিকার-দর্শনে তাঁহাকে অলৌকিক ও অতিমর্ত্য-জ্ঞান
যে ভক্তি দেখি আমি তাহান নয়নে।তাহানে মনুষ্য-বুদ্ধি নাহি আর মনে॥