শুক্লাম্বর-গৃহে সকলকে আগমনার্থ অনুরোধ
“কালি শুক্লাম্বর-ঘরে মিলিবা আসিয়া।
মোর দুঃখ নিবেদিমু নিভৃতে বসিয়া॥”৫
যে নিমাইপণ্ডিত কিছুদিন পূর্বেমহা-তার্কিকচূড়ামণি ছিলেন এবং বৈষ্ণবদিগকে ব্যঙ্গ-বিদ্রপাদি দ্বারা উড়াইয়া দিতেন, সেই নিমাইপণ্ডিতই এখন পরম-বৈষ্ণব হইয়াছেন।