জীবের প্রতি করুণা-পরবশ হইয়া প্রভু পরম শুভ-মুহূর্তে প্রেমবারি-বর্ষণ আরম্ভ করিলেন। এইকথা প্রচারিত হইবা-মাত্র ভক্তগণ তাহা শ্রবণ করিয়া তৎক্ষণাৎ প্রভুর নিকট আসিতে আরম্ভ করিলেন।