প্রভুর অনুগমনে কতিপয় ছাত্রের অপরবিদ্যানুশীলন ত্যাগপূর্বক
পরবর্তীকালে হরিভজনার্থ সন্ন্যাস-গ্রহণ—
কোন কোন পড়ুয়া-সকল প্রভু-সঙ্গে।
উদাসীন-পথ লইলেন প্রেম-রঙ্গে॥
প্রভুর ছাত্রগণের মধ্যে কেহ কেহ প্ৰাপঞ্চিক সংসারের প্রতি প্রভুর সর্বোত্তম আদর্শ বৈরাগ্যের বা সন্ন্যাসের অনুসরণ করিবার উদ্দেশ্যে বানপ্রস্থ ও সন্ন্যাস-আশ্রম স্বীকার করিয়াছিলেন। তাঁহারা কর্মি-বানপ্রস্থ ও কর্মি-সন্ন্যাসী অথবা নির্ভেদ-ব্রহ্মানুসন্ধানরত বানপ্রস্থ বা যতি-ধর্ম গ্রহণ করেন নাই। সকলেই কৃষ্ণপ্রেমভক্তির প্রবল আনন্দ-বেগবশতঃ যুক্ত বৈষ্ণব-বানপ্রস্থ ও যুক্ত বৈষ্ণবসন্ন্যাস গ্রহণ করিয়াছিলেন।