প্রভুর কৃষ্ণপ্রেমাবেশ ও কৃষ্ণেতর বিষয়ে বৈরাগ্য—
নিরবধি কৃষ্ণাবেশ প্রভুর শরীরে।
মহা-বিরক্তের প্রায় ব্যবহার করে॥
প্রভুর শ্রীবিগ্রহে সর্বক্ষণ অধিরূঢ়মহাভাবময়-কৃষ্ণপ্রেমার অধিষ্ঠান লক্ষিত হইতে লাগিল। সুতরাং সর্বোত্তম ত্যাগী বিরক্ত সন্ন্যাসীর বিচার অবলম্বন করিয়া তিনি আশ্রয়বিগ্রহের ভাবে বিভাবিত হইয়া আত্মেন্দ্রিয়-সুখভোগ-বাঞ্ছা বর্জনপূর্বক মূর্ত শুদ্ধ বৈরাগ্য-বিগ্রহরূপে এক তমালশ্যামকান্তি সর্বাকর্ষক বস্তুর প্রেমাকর্ষণে অতিমাত্রায় ব্যস্ততা দেখাইতেছিলেন। এতৎপ্রসঙ্গে জ্ঞান, বৈরাগ্য ও ভক্তির যুগপৎ অধিষ্ঠান সম্বন্ধে—(ভাঃ ১১।২।৪২) ভক্তিঃ পরেশানুভবো বিরক্তিরন্যত্র চৈষ ত্রিক এককালঃ॥ প্রপদ্যমানস্য যথাশতঃ সূস্তুষ্টিঃ পুষ্টিঃ ক্ষুদপায়োহনুঘাস॥”আলোচ্য।