প্রভুর কীর্তন-ধ্বনি শ্রবণে সকলের তথায় আগমন ও বিস্ময়োক্তি—
গণ্ডগোল শুনি’ সর্ব নদীয়া-নগর।ধাইয়া আইলা সবে ঠাকুরের ঘর॥
নদীয়া-নগর,—সমগ্র পুরবাসিগণ।