Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 405

Language: বাংলা
Language: English Translation
  • পড়িলাঙ শুনিলাঙ যতদিন ধরি।
    কৃষ্ণের কীর্তন করপরিপূর্ণ কর ’” 

    প্রভু বলিলেন, —আমি যে এতকাল যাবৎ শব্দ-শাস্ত্রাদি অধ্যয়ন ও শ্রবণ করিয়াছি, সেই পঠন-পাঠনের, অধ্যয়ন-অধ্যাপনের ফল-স্বরূপ কৃষ্ণকীর্তনই একমাত্র সার বলিয়া বুঝিয়াছি। উহাই বেদের একমাত্র প্রতিপাদ্য অভিধেয়। অতএব হে ছাত্রগণ! তোমাদের বিদ্যানুশীলনের চরম-ফলস্বরূপ অনুক্ষণ চিত্তদর্পণ-মার্জন, ভবমহাদাবাগ্নিনির্বাপণ, শ্রেয়ঃকুমুদজ্যোৎস্না-বিতরণ, পরবিদ্যাবধূ-জীবন কৃষ্ণকীর্তন অনুশীলন করিতে থাক।

Page execution time: 0.0435059070587 sec