প্রভুর গ্রন্থ-বন্ধন—
এই বোল মহাপ্রভু সবারে কহিয়া।দিলেন পুঁথিতে ডোর অশ্রুযুক্ত হৈয়া॥
দিলেন ডোর, —রজ্ঞদ্বারা বন্ধন করিলেন, দড়ি বা সূতা দিয়া বাঁধিলেন।