মূলে যে বাখান’ তুমি, জ্ঞাতব্য সেই সে।
তাহাতে না লয় চিত্ত নিজকৰ্ম্মদোষে॥”
এইরূপ কৃষ্ণপর অধ্যয়নই সর্বশাস্ত্রের একমাত্র উদ্দেশ্য, অভিপ্রায় বা তাৎপর্য, তথাপি আমরা যে আপনার কৃত কৃষ্ণপর সত্যার্থ গ্রহণ করি না, তাহাতে আমাদেরই অপরাধ। আসল কথা—আপনি যেরূপ অর্থ ব্যাখ্যা করেন বা করিলেন, তাহা উপলব্ধি করাই আমাদের একমাত্র প্রয়োজন; কিন্তু দুরদৃষ্ট-দোষে আমাদের চিত্ত আপনার কৃত সর্বশাস্ত্রসার সারার্থের গ্রহণে অশক্ত হইতেছে।