প্রভুর নিকট, পূর্বদিবসে রত্নগর্ভ-আচার্যের শ্লোক-পাঠ-শ্রবণে প্রভুর প্রেমবিকার-দশা-বৰ্ণন—
কালি তুমি পুঁথি যবে চিন্তাহ নগরে।তখন পড়িল শ্লোক এক বিপ্রবরে॥