ভক্তির শ্রবণে যে তোমার আসি’ হয়ে।তাহাতে তোমারে কভু নর-জ্ঞান নহে॥”
ভক্তির....আসি’ হয়ে,—পূর্বোক্ত কৃষ্ণভক্তি-সূচক শ্লোকাদিশ্রবণ-ফলে আপনার যে সকল অলৌকিক অপ্রাকৃত সাত্ত্বিক প্রেমবিকার উদিত বা প্রকটিত হয়।
নরজ্ঞান নহে, —প্রাকৃত মর্তবুদ্ধি হয় না।