Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 343

Language: বাংলা
Language: English Translation
  • কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ প্রাণ ধন।
    চরণে ধরিয়া বলি,— ‘কৃষ্ণে দেহ’ মন’

    (চৈতন্যচন্দ্রামৃতে ৯০ শ্লোকে—)

    “দন্তে নিধায় তৃণকং পদয়োর্নিপত্য কৃত্বা চ কাকুশতমেতদহং ব্রবীমি।
    হে সাধবঃ সকলমেব বিহায় দূরাদেগৌরাঙ্গচন্দ্র-চরণে কুরুতানুরাগম্॥”

    অর্থাৎ, হে সজ্জনবৃন্দ! আমি দন্তে তৃণ-ধারণপূর্বক পদযুগলে নিপতিত হইয়া দৈন্যের সহিত প্রার্থনা করি যে, আপনারা সর্বধর্ম দূরে পরিত্যাগ করিয়া শ্রীগৌরাঙ্গচন্দ্রচরণে অনুরক্ত হউন।’

    (ভাঃ ৭/১/৩১ শ্লোকে যুধিষ্ঠিরের প্রতি দেবর্ষি নারদের উক্তি—)

    “তস্মাৎ কেনাপ্যুপায়েন মনঃ কৃষ্ণে নিবেশয়েৎ।”

    ”অর্থাৎ ‘অতএব যে-কোন উপায়েই হউক, কৃষ্ণে মনোনিবেশ কর্তব্য।

Page execution time: 0.0714249610901 sec