Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 342

Language: বাংলা
Language: English Translation
  • অনুমৃত্যু যাবৎ সর্বাশ্রয় কৃষ্ণপাদপদ্ম-ভজনার্থ সকলকে অনুরোধ—

    যাবৎ আছয়ে প্রাণ, দেহে আছে শক্তি।
    তাবৎ করহ কৃষ্ণপাদপদ্মে ভক্তি

    (ভাঃ ১১/৯/২৯ শ্লোকে যদুরাজের প্রতি অবধূত ব্রাহ্মণের উক্তি—)

    ‘লব্ধা সুলুর্লভমিদং বহুসম্ভবান্তে মানুষ্যমর্থদমনিত্যমপীহ ধীরঃ।
    তূর্ণং যতেত ন পতেদনুমৃত্যুযাবন্নিঃশ্রেয়সায় বিষয়ঃ খলু সর্বতঃ স্যাৎ॥”

    অর্থাৎ ‘অনেক জন্মের পর এই অত্যন্ত দুর্লভ পরমার্থপ্রদ কিন্তু অনিত্য মানব-জন্ম লাভ করিয়া ধীরব্যক্তি যে-পর্যন্ত মৃত্যু পুনরায় নিকটস্থ না হয়, তৎকালমধ্যে ক্ষণমাত্র বিলম্ব না করিয়া চরম-কল্যাণ-লাভের জন্য চেষ্টা করিবেন।

Page execution time: 0.0424649715424 sec