Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 340

Language: বাংলা
Language: English Translation
  • যাঁহার চরণ সবিশিব—দিগম্বর।
    যে-চরণ সেবিবারে লক্ষ্মীর আদর

    (ব্রহ্মবৈবর্তে---)

    “যৎপাদোদকমাধায় শিবঃ শিরসি নৃত্যতি।
    যন্নাভি-নলিনাদাসীদ্‌ব্রহ্মা লোকপিতামহঃ॥
    যদিচ্ছাশক্তিবিক্ষোভাদ্‌ব্রহ্মাণ্ডোদ্ভবসংক্ষয়ৌ।
    তমারাধয় গোবিন্দং স্থানমগ্র্যং যদীচ্ছতি॥”

    অর্থাৎ, ‘যাঁহার পাদোদক মস্তকে ধারণ করিয়া পঞ্চশিখ শিব নৃত্য করিয়া থাকেন, যাঁহার নাভিকমল হইতে লোকপিতামহ কমলযোনির উৎপত্তি, যাঁহার ইচ্ছাশক্তি-বিক্ষোভে ব্রহ্মাণ্ডের সৃষ্টি ও লয় ঘটিয়া থাকে, যদি উৎকৃষ্ট স্থান ঈপ্সিত হয়, তবে সেই শ্রীগোবিন্দের পদারবিন্দ আরাধনা কর।

Page execution time: 0.0516159534454 sec