পুত্রবুদ্ধি ছড়ি’ অজামিল সে স্মরণে।
চলিলা বৈকুণ্ঠ, ভজ সে কৃষ্ণচরণে ॥
পাপাচারপরায়ণ অজামিল প্রথমঃ পুত্ৰনাম-সঙ্কেতে ‘নারায়ণ’-শব্দ উচ্চারণ করিয়াও যখনই ভোগ্যপুত্রের চিন্তা ছাড়িয়া দিয়া শব্দোচ্চারণের সঙ্গে সঙ্গে শব্দাভিন্ন শব্দী শ্রীনারায়ণের স্মরণ করিয়াছিলেন, তৎকালে কৃষ্ণস্মৃতি-হেতু নামাভাস-প্রভাবে তাঁহার মুক্তিলাভ ঘটায়, তিনি মায়াতীত অপ্রাকৃত অতীন্দ্রিয় বৈকুণ্ঠ-রাজ্যে গমন করিতে সমর্থ হইয়াছিলেন। সেই অধোক্ষজ শ্রীকৃষ্ণের পাদপদ্মই সর্বক্ষণ সেবা কর॥
অজামিলোপাখ্যান —ভাঃ ৬ষ্ঠ স্কঃ ১ম অঃ ২১-৬৮, ২য় অঃ ও ৩য় অঃ সম্পূর্ণ দ্রষ্টব্য।