Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 325

Language: বাংলা
Language: English Translation
  • ছাত্রগণের প্রশ্নোত্তরে প্রভুর ধাতুকে কৃষ্ণশক্তি বলিয়া ব্যাখ্যা—

    পড়ুয়া সকল বলে,— “ধাতু-সংজ্ঞা কার?
    প্রভু বলে,— “শ্রীকৃষ্ণের শক্তি নাম যার

    ছাত্রগণের জিজ্ঞাসার উত্তরে প্রভু বলিলেন,— “বাচ্যস্বরূপ শ্রীকৃষ্ণের পরা, অন্তরঙ্গা বা স্বরূপশক্তি যেমন শ্রীকৃষ্ণের ঔদার্য, মাধুর্য ও ঐশ্বর্যাত্মক চিদ্বিলাস প্রকাশ করে বলিয়া সেই শক্তি ও শক্তিমান্ পরস্পর অভিন্নরূপে সংযুক্ত তদ্রূপ যোগবৃত্তিতে প্রত্যেক বাচক শব্দের প্রকৃতি বা ধাতুও তাহার অভ্যন্তরে অচ্ছেদ্যভাবে সংযুক্ত থাকিয়া তাহার অর্থ বা শক্তি প্রকাশ করে।

Page execution time: 0.0438849925995 sec