সেইমত শচীর নন্দন গঙ্গাতীরে।
ভক্তের সহিত কৃষ্ণপ্রসঙ্গে বিহরে॥
কালিন্দীতটে শ্রীনন্দনন্দন যেরূপ গোপীগণের সহিত বিহার করিয়াছিলেন, গঙ্গাতীরে শচীতনয়ও তদ্রূপ শিষ্যগণে বেষ্টিত হইয়া কৃষ্ণের নাম, রূপ, গুণ ও লীলা কথা কীর্তন করিলেন। অর্বাচীন গৌরনাগরীগণ গৌরসুন্দরের কৃষ্ণপ্রসঙ্গে কালযাপনরূপ গৌরলীলার বিরুদ্ধে তাঁহাকে নাগররূপে যে কল্পনা করেন, উহার প্রতিষেধকরণার্থ গ্রন্থকার ‘কৃষ্ণপ্রসঙ্গ’ শব্দ-দ্বারা গৌরসুন্দরের কৃষ্ণকীর্তন-লীলা বর্ণন করিয়াছেন।