শেষে প্রভু হইলেন বড় অসম্বর।‘কৃষ্ণ’ বলি’ কান্দিতে লাগিলা বহুতর॥
অসম্বর,-সম্বরণে অর্থাৎ ধৈর্যধারণে, আত্ম সংযমনে আত্ম-সঙ্গোপনে অসমর্থ; ‘অসামাল’।