Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 297

Language: বাংলা
Language: English Translation
  • তিন পুত্র তাঁর কৃষ্ণপদ-মকরন্দ।
    কৃষ্ণানন্দ, জীব, যদুনাথ-কবিচন্দ্র

    কৃষ্ণানন্দ,–গঙ্গাদাসপণ্ডিতের জনৈক প্রধান ছাত্রবিশেষ (আদি ৮ম অঃ ৩০ সংখ্যা), এবং জগাই-মাধাইর উদ্ধারান্তে স্বগণসহ প্রভুর গঙ্গায় জলক্রীড়া-কালে যোগদান (মধ্য ১৩শ অঃ ৩৩৮), এবং নিত্যানন্দগণ’—চৈঃ চঃ আদি ১১শ পঃ ৫০ সংখ্যা দ্রষ্টব্য।

    জীব (পণ্ডিত), —(অন্ত্য ৫ম অঃ) “মহাভাগ্যবাজীবপণ্ডিত উদার। যার ঘরে নিত্যানন্দচন্দ্রের বিহার॥”

    (চৈঃ চঃ আদি ১১শপঃ ৪৪ সংখ্যায়)

    “শ্রীজীবপণ্ডিত নিত্যানন্দ-গুণ গায়।”
     ইনি কৃষ্ণলীলায় ব্রজের ইন্দিরা, গৌঃ গঃ ১৬৯ শ্লোক দ্রষ্টব্য।

    যদুনাথ-কবিচন্দ্র, (অন্ত্য ৫ম অঃ) “যদুনাথ-কবিচন্দ্র প্রেমরসময়। নিরবধি নিত্যানন্দযাঁহার হৃদয়॥”(চৈঃ চঃ আদি ৩৫) “মহাভাগবত যদুনাথ-কবিচন্দ্র। যাঁহার হৃদয়ে নৃত্য করে নিত্যানন্দ।

Page execution time: 0.0378661155701 sec