প্রভুর নাম-প্রেম-প্রচারারম্ভ-ফলে ভক্তগণের সুখ ও পাষণ্ডিগণের দুঃখ—
খণ্ডিল ভক্তের দুঃখ, পাষণ্ডীর নাশ।
মহাপ্রভু বিশ্বম্ভর হইলা প্রকাশ॥
এক্ষণে সমগ্র-বিশ্বে কৃষ্ণপ্রেমপ্রদাতা বিশ্বম্ভর-কর্তৃক কৃষ্ণভক্তির প্রচার-সূর্যের উদয়ে অভক্ত-সমাজ-কর্তৃক উপদ্রুত ও উপহসিত ভকক্তগণের; পূর্ব মনঃকষ বিনষ্ট এবং ভক্তিবিরোধি-পাষণ্ডিগণের দলন-লীলা আরম্ভ হইল।