প্রভুর সর্বক্ষণ কৃষ্ণালাপ—
কি ভোজনে, কি শয়নে, কিবা জাগরণে।
কৃষ্ণ-বিনু প্রভু আর কিছু না বাখানে॥
ভোজনকালে, নিদ্রাকালে ও জাগ্রত-অবস্থায় সকল সময়েই সকল অবস্থায় প্রভু কেবলমাত্র কৃষ্ণের নাম-রূপ-গুণলীলার বা কৃষ্ণকথার কীর্তন ব্যতীত আর কিছুই উচ্চারণ বা প্রয়াস করিতেন না। গৌরনাগরী প্রভৃতি অপসাম্প্রদায়িকগণ বলেন যে, গৃহিগৌরাঙ্গ গৃহব্রতদিগকে কেবলমাত্র গৃহমেধ-যজ্ঞের উপদেশ দিয়াছেন। কিন্তু এস্থলে গ্রন্থকার ঠাকুর-শ্রীবৃন্দাবনদাস আশ্রয়ভাববিভাবিত প্রভুর অন্য কোন প্রকার কৃত্যের বা প্রচেষ্টার বর্ণন করিতেছেন না।