প্রভুর উপদেশে শচীমাতা আনন্দ নিমগ্না—
কপিলের ভাবে প্রভু মা’য়েরে শিখায়।শুনি’ সেই বাক্য শচী আনন্দে মিলায়॥
মিলায়,—সংযুক্ত, নিমগ্ন, সাক্ষাৎকার-প্রাপ্ত হইলেন,–গলিয়া গেলেন।