এইমত গর্ভবাসে পোড়ে অনুক্ষণ।তাহো ভালবাসে কৃষ্ণস্মৃতির কারণ॥
তাহো,—মাতৃগর্ভবাসকালে সেই দুঃখ-জ্বালায় দহনও।
মাতৃগর্ভবাসজনিত নিদারুণ দুঃখজ্বালা সুদুঃসহ হইলেও কৃষ্ণসেবা-সুখময় স্মরণ হয় বলিয়া উহার দহন-জ্বালা-ভোগও উপাদেয় ও বাঞ্ছনীয় মনে করে।