হেন কর’ কৃষ্ণ, এবে দাস্যযোগ দিয়া।
চরণে রাখহ দাসী-নন্দন করিয়া॥
যেমন গৃহস্থাশ্রমস্থিত কোন প্রভুর আশ্রিতা ও পাল্যা দাসীর পুত্র জন্মাবধি প্রভুর সেবা ব্যতীত আর কিছুই জানে না, তদ্রূপ আমাকেও তোমার পাল্য ও রক্ষণীয় দাসী-পুত্র জানিয়া নিত্যকাল তোমার নিষ্কাম সেবায় নিযুক্ত কর; আমি যেন সর্বক্ষণ তোমার অকৈতব-সেবায় নিযুক্ত থাকিতে পারি এবং তুমি-ব্যতীত অন্য কোন বস্তুর সেবা করিবার ছলনায় যেন কোন মুহূর্তে উহার প্রভু না হইয়া পড়ি।