“গর্ভবস-দুঃখ প্রভু, এহহা মোর ভাল।
যদি তোর স্মৃতি মোর রহে সর্বকাল॥”
যদিও গর্ভবাসের ভীষণ ক্লেশ-যন্ত্রণা অত্যন্ত মর্মন্তুদ ও দুঃসহ, তথাপি হে ভগবন্! তাদৃশ ভীষণ ক্লেশ-যন্ত্রণাভোগকালেও যদি তোমার নিরন্তর স্মরণ অব্যবহিত থাকে, তবে উহাই আমার পক্ষে অত্যন্ত প্রশস্ত, অভিপ্রেত, উপাদেয় ও অভীষ্টপ্রদ।
(ভাঃ ১/৮/২৫ শ্লোকে শ্রীকৃষ্ণের প্রতি কুন্তীর স্তব—)
“বিপদঃ সন্তু তাঃ শশ্বৎ তত্র তত্র জগদ্গুরো।
ভবতো দর্শনং যৎ স্যাদপুনর্ভবদর্শনম্॥”
অর্থাৎ ‘হে জগদ্গুরো ভগবন্! আমার যেন চিরকালই অসংখ্য দুঃখ-বিপদ্রাশি উপস্থিত থাকে, যেহেতু তাহাতে সংসারদর্শননাশন তোমার দুর্লভ দর্শন-লাভ ঘটে।