নড়িতে না পারে তপ্ত-পঞ্জরের মাঝে।তবে প্রাণ রহে ভবিতব্যতার কাজে॥
ভবিতব্যতার কাজে,—অদৃষ্ট অনিবার্ষভাগ্য বশতঃ।