চিত্ত দিয়া শুন মাতা! জীবের যে গতি।
কৃষ্ণ না ভজিলে পায় যতেক দুর্গতি॥
কৃষ্ণভজনহীন জীবের দুর্গতি,—(চৈঃ চঃ মধ্যঃ, ২০ পঃ১১৭-১১৮—)
“কৃষ্ণ ভুলি’ সেই জীব—অনাদি বহির্মুখ।
অতএব মায়া তারে দেয় সংসার-দুঃখ ॥
কভু স্বর্গে উঠায়, কভু নরকে ডুবায়।
দণ্ড্যজনে রাজা যেন নদীতে চুবায়॥”
ভাঃ ৩য় স্কঃ ৩০শ অঃ, বিশেষতঃ এস্থলে ৩১শ অঃ ১—৩১ সংখ্যায় মাতা দেবহূতির প্রতি ভগবান্ কপিলদেবের উক্তি বিশেষভাবে দ্রষ্টব্য।