Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 190

Language: বাংলা
Language: English Translation
  • বিশ্বক্‌সেনেরে তবে করিনিবেদন।
    অনন্তব্রহ্মাণ্ড-নাথ করেন ভোজন

    বিশ্বসেন বা বিম্বসেন,—শ্রীবিষ্ণু নির্মাল্যধারী পার্ষদ চতুর্ভুজ দেববিশেষ।

    হঃ ভঃ বিঃ ৮ম বিঃ ৮৪-৮৭ শ্লোকে “বিষ্বক্‌সেনায় দাতব্যং নৈবেদ্যং তচ্ছতাংশকম্‌” এবং (ভাঃ ১১।২৭।২৯ ও ৪৩—) “দুর্গাং বিনায়কং ব্যাসং বিষ্বক্‌সেনং গুরূন্‌ সুরান্‌। স্বে স্বে স্থানেত্বভিমুখান্‌ পূজয়েৎ প্রেক্ষণাদিভিঃ।” ** “দত্ত্বাচমনমুচ্ছেষং বিষ্বক্‌সেনায় কল্পয়েৎ” এবং এই শেষোক্ত শ্লোকার্ধের শ্রীধরস্বামিপাদ-কৃত ভাবার্থদীপিকা-টীকায়—“তত্র উভয়ত্র ভগবতো ভোজনসমাপ্তিং ধ্যাত্ত্বা আচমনং দত্ত্বা উচ্ছেষং বিষ্কক্‌সেনায় কল্পয়িত্বা তদনুজ্ঞয়া পশ্চাৎ স্বয়ং ভুঞ্জীত” অর্থাৎ ভগবন্নিবেদিত তদুচ্ছিষ্টপ্রসাদ বিষ্কক্‌সেনকে সমর্পণ করিয়া পশ্চাৎ সেই প্রসাদ-সম্মানই বিধেয়, ইহাই শাস্ত্র-বিধি।

Page execution time: 0.0664179325104 sec