স্নানান্তে প্রভুর ও ছাত্রগণের স্বগৃহ-গমন—
স্নান করি’ গৃহে আইলেন বিশ্বম্ভর।চলিলা পড়ুয়াবর্গ যথা যার ঘর॥