Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 171

Language: বাংলা
Language: English Translation
  • প্রত্যেক-শব্দের চিন্ময় সহজ অথই কৃষ্ণ-তাৎপর্যপর, তদুপরি প্রভুর ব্যাখ্যা—

    বৈচিত্র্য সহজেই শব্দমাত্রে কৃষ্ণসত্যকহে
    ঈশ্বর যে বাখানিবে,—কিছু বিচিত্র নহে

    প্রেমাঞ্জনচ্ছুরিত-ভক্তিময় নিত্যশুদ্ধ শ্রবণেন্দ্রিয়ে গৃহীত শব্দমাত্রই শুদ্ধসত্ত্ব পরব্যোম হইতে অবতীর্ণ হইয়া উপলব্ধ হয় বলিয়া নিত্য-সত্য-সনাতন কৃষ্ণের সহিত অভিন্নতাবাচক। সুতরাং জীবসুলভ ভ্ৰম-প্রমাদ-বিপ্রলিপ্সা-করণাপাটবাদি দোষ-চতুষ্টায় নির্মুক্ত সাক্ষাৎ পরমেশ্বর শ্রীবিশ্বম্ভর পূর্ণ-শুদ্ধ-নিত্য-মুক্ত চিন্ময়ী পরম-মুখ্যা বিদ্বদ্‌রূঢ়ি-বৃত্তিতে যে প্রত্যেক শব্দের তদ্রূপ সত্যার্থ-ব্যাখ্যা করিবেন, তাহা আশ্চর্যজনক বা বিস্ময়কর নহে।

Page execution time: 0.0518620014191 sec