মূর্ত শব্দ-বিগ্রহ বিশ্বম্ভরের সত্য ব্যাখ্যায়—
পরং ব্রহ্ম বিশ্বম্ভর শব্দ-মূর্তিময়।
যে-শব্দে যে বাখানেন সে-ই সত্য হয়॥
চেতন ও অচেতন বিশ্বের পালক ও পোষক পরাকাশপতি শ্রীবিশ্বম্ভর—সাক্ষাৎ পরব্রহ্ম শব্দ-বিগ্রহ, সুতরাং সাক্ষাৎ পরবিদ্যা-সরস্বতীর পতি। প্রভু বিশ্বম্ভর নিত্য-শুদ্ধপূর্ণ-মুক্ত-চিন্ময়ী পরম-মুখ্যা বিদ্বদ্রূঢ়ি-বৃত্তিতে যে কোন শব্দের যে কোন কৃষ্ণ-তাৎপর্যপর অর্থ ব্যাখ্যা করেন, তাহাই প্রকৃত ও পরম-সত্যার্থ।