কৃষ্ণ-পাদপদ্ম মাহাত্ম্য বর্ণন—
শুন, ভাইসব, সত্য আমার বচন।
ভজহ অমূল্য কৃষ্ণপাদপদ্ম-ধন॥
“হে সাধবঃ সকলমেব বিহায় দূরাদ্গৌরাঙ্গচন্দ্রচরণে কুরুতানুরাগম্॥” অর্থাৎ ‘হে সাধুগণ, আপনারা কৃষ্ণেন্দ্রিয়তর্পণপ্রতিকূল যাবতীয় দেহ-মনোধর্মকে দূর হইতে পরিত্যাগপূর্বক গৌরাঙ্গচন্দ্র-চরণে অনুরক্ত হউন।”