আগম-বেদান্ত-আদি যত দরশন।
সর্বশাস্ত্রে কহে কৃষ্ণপদে ভক্তিধন’॥
বেদবিস্তার আগম অর্থাৎ সাত্বততন্ত্র পঞ্চরাত্রসমূহ, বেদের শিরোভাগ উপনিষৎসমূহ ও তাহাদের সারস্বরূপ বেদান্ত এবং অন্যান্য যাবতীয় দর্শনশাস্ত্রাদি, সমস্ত শাস্ত্রই কৃষ্ণপাদপদ্ম-সেবনকেই একমাত্র তাৎপর্যরূপে প্রতিপাদন ও উদ্দেশ করে।