হর্তা কর্তা পালয়িতা কৃষ্ণ সে ঈশ্বর।
অজ-ভব-আদি, সব—কৃষ্ণের কিঙ্কর৷॥
কৃষ্ণই পরমেশ্বর ও সর্বকারণকারণ। তিনিই জগতের মূল সৃষ্টিকর্তা, মূল-পালক ও মূল সংহারকারী। তবে যেস্থলে ব্রহ্মা ও রুদ্র সৃষ্টিকর্তা ও লয়কর্তা বলিয়া উল্লিখিত হন, সে-স্থলে তাহাদিগকে কৃষ্ণশক্তি-প্রভাবেই ঈশ্বরতা লাভ করিয়া, কৃষ্ণাজ্ঞা-পালন দ্বারা আধিকারিক গৌণ-সেবা নির্বাহকারী রজস্তমোগুণাধিষ্ঠাতৃ-দেবরূপে প্রতিষ্ঠিত বলিয়া বুঝিতে হইবে।