প্রভু-কর্তৃক সর্বশাস্ত্র-বর্ণিত কৃষ্ণের নাম ও তত্ত্ব-মহিমা-ব্যাখ্যান
প্রভু বলে,—“সর্বকাল সত্য কৃষ্ণনাম।
সর্বশাস্ত্রে ‘কৃষ্ণ বই না বলয়ে আন॥
কৃষ্ণনাম কালের অভ্যন্তরে উদ্ভব ও লয়-যোগ্য অসত্য বস্তু নহেন। কৃষ্ণনাম ও কৃষ্ণের মধ্যে কোনরূপ মায়িক বৈষম্য না। থাকায় কালের জনক-বিগ্রহ নামি-কৃষ্ণের সহিত কৃষ্ণনাম ও সার্বকালিক অখণ্ড সত্য। সকল সাত্বত-শাস্ত্রই কৃষ্ণ ব্যতীত অন্য কাহাকেও উদ্দেশ্য করেন নাই; যথা হরিবংশে----“বেদে রামায়ণে ণে ভারতে তথা। আদাবন্তে চমধ্যে চ হরিঃ সর্বত্র গীয়তে॥”