বহিরঙ্গ-লোক-দর্শনে প্রভুর নিজ নিগূঢ় অন্তর্ভাব-গোপন
ভিন্ন লোক দেখিলে করেন সম্বরণ।
ঊষঃকালে গঙ্গাস্নানে করয়ে গমন॥
কৃষ্ণসেবা প্রবৃত্তি-রহিত, অনভিজ্ঞ, বহির্মুখ, অভক্ত লোক দেখিলে তাহাদিগকে বহিরঙ্গ-জ্ঞানে প্রভু স্বীয় তীব্র কৃষ্ণবিরহ প্রেমবিকার দমন বা সংযমন করিতেন।