যে যে দেখিলেন প্রেম, সবেই অবাক্য।অপূর্ব দেখিয়া কারো দেহে নাহি বাহ্য॥
প্রভুর সেই মহাভাবময় অভূতপূর্ব প্রেমবিকাররূপ অত্যাশ্চর্য ব্যাপার দর্শন করিয়া দর্শক-ভক্তগণ সকলেই নির্বাক্ হইয়াছিলেন।