কৃষ্ণ-বিরহ-জনিত অত্যধিক-ক্লেশ-সত্ত্বেও আশ্রয়-ভাববিভাবিত গৌরসুন্দরের কৃষ্ণপ্রেম-সুখে দীর্ঘ চারিপ্রহরব্যাপী সমগ্র দিবাভাগ অতিবাহিত হওয়ায় উহা যেন অত্যন্ত অল্প সময় বলিয়াই বো ধ হইয়াছিল। কৃষ্ণপ্রেম-মদিরাচ্ছন্ন প্রভু অর্ধবাহ্যদশায় কোন প্রকারে অতিকষ্টে সকল ভক্তের নিকট হইতে বিদায় গ্রহণ অর্থাৎ অবসর যাজ্ঞা করিলেন।